বিজয় আসে
বিজয় আসে একাত্তরে
রক্তগঙ্গায় ভেসে
বিজয় আসে লক্ষ মায়ের
করুণ কান্না শেষে।
বিজয় আসে লক্ষ জনের
অঙ্গহানি করে
বিজয় আসে সারি সারি
লাশের উপর চড়ে।
বিজয় আসে অবুঝ শিশুর
বুলেট লেগে পেটে
গেঁয়ো মেয়ের সুডৌল দেহে
পশুর আঁচর কেটে।
আহমাদ কাউসার প্রকাশ:
বিজয় আসে একাত্তরে
রক্তগঙ্গায় ভেসে
বিজয় আসে লক্ষ মায়ের
করুণ কান্না শেষে।
বিজয় আসে লক্ষ জনের
অঙ্গহানি করে
বিজয় আসে সারি সারি
লাশের উপর চড়ে।
বিজয় আসে অবুঝ শিশুর
বুলেট লেগে পেটে
গেঁয়ো মেয়ের সুডৌল দেহে
পশুর আঁচর কেটে।