Skip to content

২১শে ফেব্রুয়ারী, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ৮ই ফাল্গুন, ১৪৩০ বঙ্গাব্দ

বিজয় মাসে

বিজয় মাসে আমার দেশে ফুলে ভরে ওঠে,
শিশু-কিশোর খেলা করে হাসিমাখা ঠোঁটে।
পাখ-পাখালি ডানা মেলে সুরের কলতানে,
মনে প্রাণে ভাসায় মোহন নতুন গানে গানে।

বিজয় মাসে সবার বুকে আনন্দটা খেলে,
হোকনা তাঁরা কৃষক-শ্রমিক- মুচি-নাপিত-জেলে।
কিংবা শিশু-বৃদ্ধ যারা- তারাও শামিল হবে,
সব ভেদাভেদ- দুঃখ ভুলে সুখের অনুভবে।

বিজয় মাসে বার্তা এসে স্মৃতির পাতা খোলে,
ডাকপিওনের ডাকের মতো চিঠি এসে দোলে।
চিঠিকে নয়! মনটা মেলি ভেজা দূর্বাঘাসে,
শ্রদ্ধা জানাই শহীদেরকে- এই না বিজয় মাসে।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ