শীতের স্নিগ্ধতা
হিমঋতুতে হিমেল হাওয়া, শীত আনছে ডেকে।
ভোর বিহানে তুষারপাতে, প্রকৃতি যায় ঢেকে।
ছয়টি ঋতুর পালাবদলে, শীত এলো রে ফিরে।
অতিথি পাখির দেখা মিলে, শীত ঋতুকে ঘিরে।
গাঢ় কুয়াশার মেঘ ডিঙিয়ে, সূর্যি মামা জাগে।
উষ্ণ মিষ্টি রোদ পোহাতে, কি'যে ভালো লাগে।
খেজুর গাছি চাদর গায়ে, গাছের চূড়ায় ওঠে।
রসের হাড়ি ভরছে দেখে, সুখের হাসি ফোটে।
হাড় কাঁপা শীতের ভোরে, উষ্ণ পোশাক গায়ে।
শীতের পরশ যায় চলে যায়, চুমুক দিলে চা'য়ে
শীত এলো রে ঘোমটা খুলে, উত্তরা হাওয়া বয়।
খেজুর রসের মিষ্টি পায়েস, পিঠার মেলা হয়।
অন্যরকম এক অনুভূতি, খেজুর রসের ঘ্রাণে!
গরম গরম চিতই পিঠায়, দোলা লাগে প্রাণে!
রোদের আলো খেলা করে, শিশিরভেজা ফুলে।
পথের পাশে লাউয়ের মাচায়, কচি লাউ ঝুলে।
শীতের আভা লাগছে গায়ে,বাতাসে ঠোঁট ফাটে।
শিশু কিশোরের চঞ্চলা মন, ঘুড়ি উড়ায় মাঠে।
বাড়ির পাশে আঙিনাতে, হরেক গাধা ফোটে।
অতিথি পাখির আগমনে, প্রকৃতি নেচে ওঠে!