নবান্ন উৎসব
ঋতুতে এখন হেমন্ত কাল,
নতুন সাজে পাড়া।
নতুন ধানের মৌ মৌ গন্ধে,
লাগছে ভীষণ সাড়া।
চাষির বাড়ির উঠোনজুড়ে,
গোলা ভরা ধান।
কাজের ফাঁকে গুনগুনিয়ে,
গায় সুখের'ই গান।
কৃষাণ-কৃষাণী ধান ভানে,
ঢেঁকিতে পার দিয়া।
পাড়া গাঁয়ে ধুম পড়েছে,
কমলা বানুর বিয়া।
নতুন ধানের নতুন চালে,
হরেক রকম পিঠা।
খেজুর গুড়ের পিঠা খেতে,
লাগে ভীষণ মিঠা।
হেমন্ত এলে নবান্ন উৎসব,
হিমেল হাওয়া বয়।
ঘরে ঘরে খুশির আমেজ,
উৎসবে মেতে রয়।