শীতকাল আহমাদ কাউসার প্রকাশ: ৩০ নভেম্বর ২০২১, ০২:১৩ পিএম বইচি বনে শীত লেগেছে টিয়ে পাখির ছানায় হিজলগাছে শীত লেগেছে ক্ষিপ্রচিলের ডানায়। মেঠোপথে শীত লেগেছে রাখাল ছেলের পায়ে পাতায় পাতায় শীত লেগেছে নদীর কূলের গাঁয়ে। বাড়ি বাড়ি শীত লেগেছে পাকা ধানের খড়ে ছেলে-বুড়ো পোহায় আগুন কেউ নেই আজ ঘরে। Share