সুর
বেহালা রেখেছ তুমি
শ্মশানে বেহালা রেখেছো
বোতলবন্দী চাপা ফুল
আয়ু তার গাছে গাছে নাচে
মানুষের আয়ু আর কতদিন
মানুষ আর কতদিন বাঁচে।
শ্মশানে বেহালা রেখেছো তুমি
বেহালা রেখেছো শ্মশানে
আগুনের কতো রং, কতো সুর
আগুনই তা জানে।
মৃতেরা কী গান শোনে খুব
মৃতদের সুরগুলো খুব
এই পৃথিবীর কথা জানে।
করুণ ছড় টানা খুন
করুণ ছড় টানা গুণ
স্নায়ু তার শিরায় শিরায়
ক্রন্দন আর পীড়ায়।
আমরা ঘুমিয়ে পড়ি
তোমরা ঘুমিয়ে পড়ো
নিষ্করুণ
ওরা বিরহী, ওরা চঞ্চল,ওরা উদাসীন
রাতভর, ঠিক ঝড় টানে।