দ্বন্দ্ব
সাদা পাতার ওপর মুখ থুবড়ে পড়ে মৃত্যু
আকাশটা কালো হয়ে যায়
স্থাবর-জঙ্গমে, সঙ্গমের শেষে,যেভাবে গড়িয়ে নামে রক্ত
শক্ত পাথর শরীর, পুড়ে ছাই।
শক্ত তবে কে? শক্ত কেউ নয়
শক্তের ভক্তেরা সব নরকের কীট
নরমের স্বর্গে নিয়ত বাঁধে প্রলয়
প্রতিবন্ধ দ্বন্দ্বের হয় না বিহীত।
দুচোখ খুলে আসে হাতে
হৃদপিণ্ড নিয়ে পিঠে,দুদণ্ড
ভালবাসার ফেরিওয়ালা, দিনের শেষে
ঘরে তার বাস করে, কটা টিকটিকি আর আরশোলা।