প্রিয় এই দেশ
দেখি খুলে আঁখি-ডানা মেলে পাখি
ছুটে যায় দূর থেকে দূরে।
মেঘ ভাসে যেথা-যাবো আমি সেথা
পাখি হয়ে যাবো আমি উড়ে।
রোজ ভোর বেলা-রোদ করে খেলা
ফোটে ফুল কত শত বনে।
অলি আসে ছুটে-মধু নিতে লুটে
গায় গান নিজ-নিজ মনে।
বাংলা প্রিয় ভাষা- মনে কতো আশা
দোলা লেগে যায় এই মনে!
ভোরে ওঠে রবি-দেখি সেই ছবি
ব্যথা ভুলে যাই সেই ক্ষণে।
মাঠে কতো খেলা-কেটে যায় বেলা
ঘরে ফিরে জেলে-চাষি ভাই।
সোনা ভরা দেশে-থাকি গেয়ে হেসে
যার সাথে কোন তুল নাই।
আলো আর ছায়া-সুখ দুঃখ মায়া
এই নিয়ে আছি সবে বেশ!
ভালো লাগে মাটি-মেঠো পথে হাঁটি
খাঁটি মোর প্রিয় এই দেশ।