Skip to content

বিলিয়ে দিলে

বিলিয়ে দিলে

গর্ভে তুমি করলে ধারণ
দশ মাস দশ দিন,
শোধ হবেনা এক জনমে 
তোমার এই ঋণ।

মায়ামমতায় বাঁধলে তুমি
জড়িয়ে নিলে বুকে,
জীবন আমার করলে পূরণ
স্বচ্ছতার ওই সুখে।

বিলিয়ে দিলে মুখের হাসি
বিলিয়ে দিলে ভাষা,
মনের মাঝে গেঁথে দিলে
ওড়াল দেবার আশা।

মানুষ রূপে গড়লে ওগো
অতি যতন করে,
আমার পাশে থেকো মাগো 
সারাজীবন ধরে।