শীতের কাপড়

গরম গেল শীত যে এলো
ঠাণ্ডা হাওয়া বইছে
শীতের কাপড় কিনতে সবে
শপিং মলে ছুটছে,
যাচ্ছে যত দিন পেরিয়ে
শীত আসছে ধেয়ে
দুঃখীর কথা একটুখানি
ভাবি হৃদয় দিয়ে,
যার যেমন সাধ্য আছে
একটু এগিয়ে যাই
অসহায়দের কষ্টের দিনে
আসুন পাশে দাঁড়াই।