কোনো এক শীতের সকালে
ফি বছর শীত আসে
কুয়াশার চাদর মুড়িয়ে আসে হিমেল ভোর
ঘাসের কচি ডগায় হীরার মত ঝলমল করে শিশিরকণা
কারো জন্য খেয়াঘাটে প্রতীক্ষা করে নাদের আলী মাঝি,
ধ্যানমগ্ন সন্ন্যাসীর মত ঝিম ধরে থাকে জলবতী নদী
লাউয়ের কচি ডগাগুলো লকলকিয়ে বাড়ন্ত হয়;
সাদা ফুলগুলো সমৃদ্ধ গৃহস্থালির স্বপ্ন আঁকে বুকে
সোনা রঙের ধানের শীষগুলো মাটিকে আলিঙ্গন করতে চায়।
ফি বছর শীত আসে
কুয়াশার চাদর মুড়িয়ে আসে হিমেল ভোর
কোনো এক শীতের সকালে তোমার দরোজায় এসে দাঁড়াবো
সেদিন আমার হাতে থাকবে সাদা লাউফুল;
পকেটভর্তি থাকবে অষ্টব্যঞ্জনময় সংসার কাব্য, জলজ প্রেম।
সেদিন তোমার খোঁপায় আলগোছে গুঁজে দিবো দুয়েকটা লাউফুল
তখন কি তুমিও ফলবতী গাছের মত নুয়ে পড়বে আমার বুকে?
একদিন শীতের এক সকালে সরিষা ক্ষেতের আইল ধরে
আমরা পাশাপাশি হেঁটে যাবো;
এক চাদরের ভেতর আমরা সেদিন গোপন হবো,
একদিন আমরা শিশির ভেজা পায়ে হেঁটে যাবো দূরতম মায়াপথ।
যাবে তো?