দুঃখ
দুঃখ গুলো স্বচ্ছ, কিন্তু আয়নার মতো নয়
দেখা যায় না মুখ, মুখোমুখি হয় না পরিচয়
দুঃখ শুধু জলের মতো, পূর্ণ করতোয়ার জলে
বলে এসো ডোবো
ডুবে ডুবে যেমন একদিন, মাছরাঙার মতো
ছো মেরে নিজেকে তুলে নিয়ে, আমিও লাশ হবো
রক্ত কিংশুকে রাঙিয়ে সূর্যকে
জলের বুকে, আকাশের বুকে ভাসতে ভাসতে
ঘুচে যাবে, এ জীবনের সব সংশয়