কুহেলিকায় স্নাত মন
শীতের বুড়ি চাদর মুড়ি
কুয়াশা দখল নিল ভুবন জুড়ি,
সকালের সোনা রোদে
মনটা বড় আমুদে।
অমৃতের স্বাদ যেনো বাহারী পিঠা পায়েসে।
অন্তর জুড়ায় খেজুরের রসের আয়েসে,
হৃদয়ে কি যে প্রশান্তি হিম হিম বাতাসে।
হেমন্তের নেমন্তন্নে শীতের ভরা যৌবনে,
দিলটা চনমনে কত কথা বলে যায় আনমনে।
ঝিঁঝিঁপোকা, জোনাকির সাথে কত যে রাত জাগে,
নগ্নপায়ে গাছের ছায়ে কিষাণ বধূ ধানবানে কুসুম বাগে,
দূরের গায়ে গলা ছাড়ে উজানবায়ে পল্লীবালা অনুরাগে,
গায় ঘুম পাড়ানি গান সুখে ভরে মনোপ্রাণ সেই ক্ষণে,
মাঠের পরে মাঠ ভরে ধন ধ্যানে প্রকৃতির অপূর্ব দানে,
স্বর্গ রচে পাখির কলতানে এই তো জীবনের মানে,
ফুল ফসলে কৃষাণে কত স্বপ্ন বুনে শীতের আগমনে।
শিশির সিক্ত শেফালীর বনে কত আশা জাগায় মনে,
কুহেলিকায় স্নাত হতে বাংলায় স্বাগত আজি এ পার্বণে!