নিষেধাজ্ঞা
অনেক নিষেধাজ্ঞা বর্তমান
প্রেক্ষাপট নিয়ে, লেখা
তবু মনকে পারি না, বুঝিয়ে রাখতে
কলম চলে মনের অজান্তে।
বিশেষ প্রয়োজনে বের হই যখন বাহিরে
ব্যস্ত নগরী করে, খাঁ-খাঁ
দিনের আলোতেও মনে হয়,
আঁধার কালো রাত্রিপথ।
পথের মাঝে কুকুর গুলোও
হতাশায় ঘুরে বেড়ায় শূন্যতায়,
বোবা প্রাণী তারাও বুঝে
পৃথিবীর মাঝে এসেছে নেমে
ভয়াবহ কঠিন সংক্রমণ।
পথ-ঘাট-মাঠ আজ
কুষ্ঠরোগীর মত একা পড়ে আছে
নিজের মত করে।
পৃথিবীর মাঝে আজ সবচাইতে
ব্যস্ত হয়ে উঠেছে, চিতা
জ্বল-জ্বল করে, জ্বলছে আগুন দিশেহারা।
আজ চিতা ও ক্লান্ত হয়ে পড়েছে
অগ্নিকুণ্ডে
তবুও পৃথিবী শান্ত হচ্ছে না
জ্বলছে মানুষের অশান্ত মন।