Skip to content

৭ই জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ | বুধবার | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

নিষেধাজ্ঞা

অনেক নিষেধাজ্ঞা বর্তমান
প্রেক্ষাপট নিয়ে, লেখা
 তবু মনকে পারি না, বুঝিয়ে রাখতে
কলম চলে মনের অজান্তে।

বিশেষ প্রয়োজনে বের হই যখন বাহিরে
ব্যস্ত নগরী করে, খাঁ-খাঁ
দিনের আলোতেও মনে হয়,
আঁধার কালো রাত্রিপথ।

পথের মাঝে কুকুর গুলোও
হতাশায় ঘুরে বেড়ায় শূন্যতায়,
বোবা প্রাণী তারাও বুঝে
পৃথিবীর মাঝে এসেছে নেমে
ভয়াবহ কঠিন সংক্রমণ।

পথ-ঘাট-মাঠ আজ
কুষ্ঠরোগীর মত একা পড়ে আছে
নিজের মত করে।

পৃথিবীর মাঝে আজ সবচাইতে
ব্যস্ত হয়ে উঠেছে, চিতা
জ্বল-জ্বল করে, জ্বলছে আগুন দিশেহারা।

আজ চিতা ও ক্লান্ত হয়ে পড়েছে
অগ্নিকুণ্ডে
তবুও পৃথিবী শান্ত হচ্ছে না
জ্বলছে মানুষের অশান্ত মন।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ