Skip to content

২রা জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

অপরূপা হেমন্ত

শিশির হাসে দূর্বাঘাসে
হাঁটলে সবার পা ভেজে যায়,
কুজ্জটিকা প্রভাত দেখে
সব-মানুষের নয়ন জুড়ায়।

ফুলের বনে  চতুর্দিকে
থোকা থোকা ফুল ফোটে রয়,
গাছের ডালে কিচিরমিচির
শোনতে আহা কী মধুময়!

রাতের কোলে জোছনা দোলে
মনের সুখে চাঁদ কথা কয়,
হাসতে থাকে ফুল-পরীরা
দেখতে লাগে খুব মায়াময়।

অপরূপা হেমন্ত রূপ
বিচিত্র তার মাঠ-নদী-বন,
সোনা রঙের ধানের ঘ্রাণে
বিউ্‌ভলা আজ সবার-ই মন।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ