ধান পেকেছে
আনন্দেতে দিশেহারা
আমার দেশের চাষি
ধানের ক্ষেতে ধান পেকেছে
সোনালি রঙ হাসি।
ছেলেবুড়ো সবাই মিলে
যাচ্ছে ধানের মাঠে
কাস্তে হাতে মনের সুখে
মুঠোভরে কাটে।
মাথায় নিয়ে বাড়ি ফিরে
নিয়ে ধানের বোঝা
কৃষাণবধূ শুকায় রোদে
কাপড় দিয়ে কোঁচা।
আহমাদ কাউসার প্রকাশ:
আনন্দেতে দিশেহারা
আমার দেশের চাষি
ধানের ক্ষেতে ধান পেকেছে
সোনালি রঙ হাসি।
ছেলেবুড়ো সবাই মিলে
যাচ্ছে ধানের মাঠে
কাস্তে হাতে মনের সুখে
মুঠোভরে কাটে।
মাথায় নিয়ে বাড়ি ফিরে
নিয়ে ধানের বোঝা
কৃষাণবধূ শুকায় রোদে
কাপড় দিয়ে কোঁচা।