Skip to content

৭ই জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ | বুধবার | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

স্কুল ছুট

সময়ের স্মৃতি বয়ে যায় স্রোতে ,
সেই অতন্দ্র প্রহরীর নিষ্পলকে।
বাল্যবেলার অবগুণ্ঠন স্মৃতিতে,
ধরা দিতে চায় স্কুলের ঢং ঢং আওয়াজে।

কোথায় আমার সঙ্গী সাথী,
খেলার মাঠে দিন গোনা কি চলে?
খুনসুঁটির সেই ছোট্টবেলায়,
পড়া পড়া খেলার মাঠে।

মায়ের বকুনি ওখানে আছে,
সময় করে পড়তে বসো পা ধুয়ে।

আর কেউ বলে না এমন আদর করে,
আমার মা যে আছে সাত সমুদ্র তেরো নদি পারে।
স্কুলের ঘন্টা বাজলো ওরে
মন পাগলের খুনসুঁটি জাগে।

স্কুলের দরজা অন্ধ হয়ে
বলছে দেখো চিৎকার করে,
কোথায় আমার স্কুল ছুটরা পালালে।

নিরবতার এই শিক্ষার মাঠে,
ঢং ঢং আওয়াজ শুনবে কবে?
বসে বসে আর ভালো লাগেনা ঘরে,
কবে স্কুলের দরজা আবার খুলবে?

মা যে আমার হেসে বলে,
ওরে শোন আমার দুষ্টু খোকা কাছে
কাল থেকে তোদের স্কুল খুলবে।

খুনসুঁটি সব আবার জাগে,
স্কুলের ঘন্টা শুনতে পেলে?
কোথায় আমার সঙ্গী সাথী গেলে?
স্কুলের দরজা ডাকছে কাছে।

বেশি দেরি করো না মাঠে,
ওই দেখো মা আসবে বকুনি দিতে।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ