পথ শিশু
পথের ধারে উদাম গায়ে
একটি ছেলে কাঁদে
পরনে তাঁর ছেঁড়া জামা
কেউ নেই সাথে
কষ্ট পায় এই শীতে
দেখার কেউ নেই
গরম একটি জামা দিয়ে
সঙ্গী হয়ে রই
ওরা হলো আমাদের সন্তান
দেই একটু ভালোবাসা
ওরা একদিন মানুষ হয়ে
পুরাবে সকল আশা
ওরা তো পথ শিশু নই
আমাদের আপনজন
একজনও শীতে কষ্ট পাবেনা
হোক দৃঢ় পণ।