নবান্ন উৎসব
হেমন্তে এই সোনার দেশে ফসল তোলার শেষে,
নবান্ন উৎসবে সবার হৃদয় ওঠে হেসে।
ভাপা পিঠা, চিতই পিঠা, পুলি পিঠা খেয়ে,
খুশিতে গান গাইতে থাকে ছেলে এবং মেয়ে।
ক্ষীর, পায়েসও থাকে সাথে চিড়া-মুড়ি-খই,
দারুণ মজা লাগে খেতে গামছাবাঁধা দই।
নকশী পিঠা, কলার পিঠা, পোয়া পিঠা আর
তারা পিঠা, বউ পিঠাতে দিন হয়ে যায় পার।
পাক্কন পিঠা, মসলা পিঠা, বিস্কিট পিঠা কত,
মালাই পিঠা, শামুক পিঠা, ম্যারা পিঠাও শত।
পাটিসাপটা, নাড়ু পিঠা, নুডুলস পিঠাও বেশ,
ডিমের পিঠা, ঝুড়ি পিঠা হয় না বলে শেষ।
জামাই পিঠা, দুধপুলিও খায় এ দেশের লোক,
চায় সকলে বছরজুড়ে নবান্নই হোক।