বলাকা
আলেয়া পেরুতে পেরুতে, আলোয় ফিরে আসা
মরুভূমির বুক চিরে জেগে ওঠা, নদীর প্রত্যাশা।
দিগন্তে কে কোথায় বিলীন, কার কোথায় সীমানা
নিজেকে হারিয়ে খুঁজেছি, পাইনি ঠিকানা।
তবু দেখি লজ্জাবতী, আমার ছোঁয়া পেয়ে
গুটিয়ে নিয়েছে নিজেকে, জানি না কী মোহে।
রামধনু সাতরঙে হরধণু, সপ্ত প্রদীপ
সাতপাঁকে বাধা পড়ে প্রেম, জল ও বদ্বীপ।
সমুদ্দুর কবিতা পড়ে, গোপনে, পাথর ফাটলে
পাহাড় চাপা পড়েও প্রেম, শিকড়ে রসদ, যায়নি চলে।
অরণ্যে কিরণ লেগে, বিকিরণ, জেগে ওঠা ভালোবাসার মানে
বুঝি না চাঁদ তবু ঠিক, হারায় কোথায়, জমিন না আসমানে।
আমার স্মৃতির ধোঁয়া বেয়ে, ওঠে যে আগুনের ফুলকি
কে জানে, সেটাই তোমাকে দেওয়া, আমার ভালোবাসার ফুল কী ?