শীতের ছড়া
টাপুর টুপুর বৃষ্টির তালে
অবিরত ঝরছে শিশির
কুয়াশা ঘেরা ভোর বেলাটা
দিচ্ছে যেনো বার্তা নিশির।
গরিব দুঃখী মানুষ যারা
শীতের কাপড় নেইতো গায়ে
পরম সুখে বিত্তশালী
দিচ্ছে চুমুক গরম চায়ে।
গাছির মিষ্টি খেজুর রসের
স্বাদ নিতে চায় সবাই এসে
কচিকাঁচা ছেলে বুড়ো
শীতের পিঠা খায় যে হেসে।
শীতের মাঝে কষ্ট ভীষণ
ভুগছে গরীব দিনে রাতে
কেউবা আবার আগুন পোহায়
খুব সহজে শীত তাড়াতে।