Skip to content

২০শে জানুয়ারী, ২০২৫ খ্রিষ্টাব্দ | সোমবার | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ভালোবাসার স্বপ্নবিলাস

এক পেয়ালা ভালোবাসা দিলাম তোমায় আমি,
এক চুমুকে পান করো তা তৃপ্তি পাবে তুমি।
একটি চিমটি স্বপ্ন দিলাম যতন করে রেখো,
এক জীবনেই করবো সুখী পাশাপাশি থেকো।

এক মুহূর্ত আনন্দ আর একটি চিলতে হাসি
পেয়ে তোমার ভরবে হৃদয় বলবে ভালোবাসি।
একটি আকাশ সোহাগ দেবো জনম জনম ভরে,
ফুরাবে না একটুও তা সময় যতই ঝরে।

এক হৃদয়ে চাও যতটা তার ততটাই পাবে,
আলিঙ্গনের মধুর সুখে আনন্দ গান গাবে।
ইচ্ছেনদীর হৃদয় তোমার পূর্ণতারই জলে
ভরবে যখন, কাঁদবে কি গো আনন্দ-উচ্ছলে?

হাত বাড়িয়ে ধরবো তোমায় মনটা যখন বলে,
সবুজ-শ্যামল স্বপ্ন কি আর পুড়বে প্রেমানলে?
নতুন করে নতুন জীবন করবো শুরু যখন,
চতুর্দিকে ভালোবাসার রব উঠিবে তখন।

ভালোবাসার স্বপ্নবিলাস পূরণ করবো আমি,
স্বপ্নডানায় উড়ে যদি কাছে আসো তুমি।
ধন্য হবে জীবন আমার ধন্য হবে তুমি,
ভালোবাসার এইতো জীবন স্বপ্নছোঁয়া ভূমি।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ