বিশ্ব ডায়াবেটিস দিবস
মানব দেহে বহু রকম
অসুখ বিসুখ আসে
চেষ্টা সবার সদা-ই থাকে
সকল অসুখ নাশে।
ডায়াবেটিস এই রোগটি হলো
সকল রোগের মা
একবার কারো হলে পরে
কখনোই সারে না।
রুগী কিছু নিয়ম কানুন
যদি মেনে চলে
থাকবে তারা সদা ভালো
বিজ্ঞ জনে বলে।
বিশ্বজুড়ে থাকুক ভালো
সকল প্রিয়জন
বিশ্ব ডায়াবেটিস দিবস
মোদের করে সচেতন।