Skip to content

থাকতো যদি একটি চেরাগ

থাকতো যদি একটি চেরাগ

অল্প আয়ে দিন চলে না
বাড়তে থাকে কেবল দেনা,
বাজারহাটে গিয়ে আমার
যখন যা চাই হয় না কেনা।

 

আলাদীনের মতো যদি
একটি চেরাগ থাকতো আমার,
বশীকরণ জিনের কাছে
চেয়ে নিতাম টাকার পাহাড়।

 

দাম যতোই বাড়ুক তাতে
থাকতো না আর চিন্তা মনে,
উচ্চ দামে পণ্য কিনে
বিলিয়ে দিতাম জনে জনে।

 

চাল ডাল তেল পেঁয়াজ আলু
বাদ যেত না কোনোকিছু,
সুখের ঘোড়া ছুটতো তখন
সব মানুষের পিছুপিছু।