একটি বিকেল
বিকেল বেলায় গাছের পাতায়
হলদে রোদের মাখামাখি
বাঁশবাগানের ফাঁকে ফাঁকে
শত পাখির ডাকাডাকি।
নীল আকাশে এলোমেলো
সাদা মেঘের ভাসাভাসি
ডানা মেলে উড়ে যাওয়া
সাদা বকের পাশাপাশি।
ধানের ক্ষেতে মেঠোপথে
ঘাসফড়িংয়ের ওড়াউড়ি
ফুল বাগিচায় মনানন্দে
প্রজাপতির ঘুরাঘুরি।