ডাকঘর

চোখের তারায় একটা ডাকঘর থাকে
তুমি তাকালে,খুলে যায়
চিঠি উড়ে আসে
কাঁচের চুড়ি বেজে ওঠে ঝনঝন ঝনঝন
ঝর্ণাতলায়,নাচ হবে এবার।
সন্ত্রাসী মনগুলো ঘুমিয়ে পড়ে
কে যেন কাকে আড়াল থেকে ডাকে
যে কথা বলতে চায়, ঠিক ভুলে যায়
জলে ভেজা, মন চলে যায় সন্ন্যাসে।