Skip to content

৪ঠা অক্টোবর, ২০২২ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ১৯শে আশ্বিন, ১৪২৯ বঙ্গাব্দ

পরিবহন ধর্মঘট

পরিবহন ধর্মঘটে
দুর্বিপাকে মানুষ, 
দাম বাড়লো ফের পেট্রোল-ডিজেল
উড়ায় রঙিন ফানুস! 

নিম্নশ্রেণী কোথায় যাবে
নাই কি ওদের মমতা?
কিসের বলে ঘটছে এসব
কাদের এতো ক্ষমতা? 

নিত্যপন্যের বাজার চড়া
দিশেহারা আমরা,
তোমরা তো বেশ ভালোই আছো
এসি'র নিচে কামড়া! 

এক বছরে একবার বাড়ে
আমাদেরই বেতন! 
বাসের কয়বার ভাড়া বাড়ে
নেই কি ও'দের চেতন? 

সকল কিছু অবশেষে 
গরীবের'ই ঘাড়ে, 
তোমরা তো ভাই গোঁফ ঘুরিয়ে 
করো তারে-নারে!