বিপ্রতীপ

কেউ কোথাও নেই!
চৌধারে ধু ধু মরুপ্রান্তর
মাঝে মাঝে কেউটের মত
কাঁটার উদ্যত ফণা।
নিচের তপ্ত বালুতে পা সিদ্ধ
ঠা ঠা রোদ রক্ত মাংস সেঁকে
তবুও মনে হলো এখানেই সব সুখ
কারণ, এখানে মানুষ নেই।
সাজু কবীর প্রকাশ: ৪ নভেম্বর ২০২১, ০১:১৪ পিএম
কেউ কোথাও নেই!
চৌধারে ধু ধু মরুপ্রান্তর
মাঝে মাঝে কেউটের মত
কাঁটার উদ্যত ফণা।
নিচের তপ্ত বালুতে পা সিদ্ধ
ঠা ঠা রোদ রক্ত মাংস সেঁকে
তবুও মনে হলো এখানেই সব সুখ
কারণ, এখানে মানুষ নেই।