বাস্তবতা
বাস্তবতা অনেক কঠিন হয়
স্বপ্নের ঘুরে থাকলে,
জীবন অনেক সুন্দর হয়
চোখ মেলে সাজালে।
বন্ধু অনেক আপন হয়
মন থেকে মেনে নিলে,
শত্রু কখনো বন্ধু হয়
নীরবতার বীজ বুনে।
অনেক আশা পূর্ণ হয়
সততা আপন হলে,
নিরাশা অনেক দূরে রয়
ভালো একটা বন্ধু পেলে।
মাথার উপর ভরসা হয়
গুণীজনের দোয়া পেলে,
পরকালে শান্তি আসে
বাবা-মা দোয়া দিলে।