শীত এসেছে ইমরান খান রাজ প্রকাশ: ৪ নভেম্বর ২০২১, ১১:৫৫ এএম শীত এসেছে ঘাসের উপর শীত এসেছে মাঠে, শীতের জামা পড়ে খোকন খালি পায়ে হাঁটে। শীত এসেছে ধানের গোলায় শীত এসেছে খেজুর তলায়, শীতের রাতে চিতই পিঠা মা বানাবে আলতো ছোঁয়ায়। Share