আমার ইচ্ছে
লেখাপড়ায় মন বসে না
ভাল্লাগে না ঘরে,
পাখির মতো উড়তে আমার
ইচ্ছে খুবই করে।
ফুলবাগানের ফুলগুলোকে
খুবই ভালো লাগে,
নদীর বুকে সাঁতরে বেড়াই
ইচ্ছে মনে জাগে।
পাহাড় বেয়ে চূড়ায় উঠি
এমন সাধও আছে,
ঝর্ণাধারায় গোছল করে
ফিরবো মায়ের কাছে।
ইচ্ছে করে ঘুড়ির মতো
নীল আকাশে উড়ি,
দুষ্টুমিতে এই পাড়াতে
নাই তো আমার জুড়ি।