নদ আর নদী
চুম্বনের সাঁকো পেরুতে গিয়ে দেখি নীল আকাশ
নিষিদ্ধ জলের পোশাক পরে আছো
গাছের মতো দাঁড়িয়ে
মাছের মতো চোখ, বুকে, আড়ি পেতেছো।
সারা গায়ে কাঁটা, বাতাস শিরশির
শুধু একটা ছায়া
নীরব শরীর ছুঁয়ে যেমন মন্থন
জলের মুখে তীরবিদ্ধ।
বোবা ভালোবাসা, রোদের সাথে ফিসফিস
যেমনই ভাব , তেমনই আড়ি
নাড়িতে রেখেছো বন্ধন
না-ঘটে ছন্দপতন
দুলে দুলে, পাল তুলে।
দুর্দিনে বুকে রেখে বুক, যেমন আমিও বাঁচি, তুমিও বাঁচো।