চলনা ঘুরে আসি
সবুজ শ্যামল মাঠে বসে
একলা ভাবি আমি,
চোখে মোখে হাসি ফুটে
ফসল দিলে তুমি।
কেমন করে নেব মেনে
কষ্টের ছায়াতল,
ফুলে ফুলে ভরে যায়
বর্ষার পানি অতল।
আম গাছের ডালে বসে
রাখাল বাজায় বাসি,
দূরের ঐ মেঠোপথ
চলনা ঘুরে আসি।
তাল গাছের কোনে দেখ
ঐ যে নানার বাড়ি,
কত রঙ্গের পিঠা খাবো
দেব কত আড়ি।
গ্রামের সব বন্ধু মিলে
মজার আড্ডা দেব,
ফড়িং রাঙ্গা চাহনিতে
মনটা ভরে নেব।