আলিঙ্গন
কণ্টকময় জীবনটাতে দুঃখ রাশি রাশি
আড়ালে রাখি সব কিছুকে ঠোঁটে নকল হাসি।
ছন্দপতনে মাঝে মাঝে থেমে যায় জীবন
এমন ভাবে কাটলে পরে আসবে সুখ কখন?
হতভাগ্য এ ধরার পরে সুখের দেখা নাই
বিষাদে তাই জীবন কাটে কোথায় তারে পাই?
কষ্টরা সব ছায়া সাথী ভালো নেই এ মন
বেঁচে আছি দুঃখটাকে করে আলিঙ্গন।