Skip to content

১২ই নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

আলিঙ্গন

কণ্টকময় জীবনটাতে দুঃখ রাশি রাশি
আড়ালে রাখি সব কিছুকে ঠোঁটে নকল হাসি।
ছন্দপতনে মাঝে মাঝে থেমে যায় জীবন
এমন ভাবে কাটলে পরে আসবে সুখ কখন?

হতভাগ্য এ ধরার পরে সুখের দেখা নাই
বিষাদে তাই জীবন কাটে কোথায় তারে পাই?
কষ্টরা সব ছায়া সাথী ভালো নেই এ মন
বেঁচে আছি দুঃখটাকে করে আলিঙ্গন।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ