Skip to content

২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হেমন্তিকা

তোমার চোখে বহুদূর  চুম্বনের অশ্রু লেখা

হেমন্তিকা

তোমার বুকে ভালোবাসার সুখ দুঃখ আঁকা

হেমন্তিকা

কোনো এক নির্জন নগরের কাঁথা বালিশে
বন্দরে গোবরে ফোটা পদ্মের মুখ ফ্যাকাসে
গঞ্জে আর গ্রামে হিম কাতর হোমের শিখা

আমার মরে যাওয়া ভালোবাসা
কাঁদা মাখা শব ছুঁয়ে শিকড় চড়ানো আশা
রাত্রির গভীর ভাষাগুলো ধুয়ে নিয়ে রক্ত দিয়ে লেখা

হেমন্তিকা
হেমন্তিকা

যদি জেগে থাকে প্রাণ
দুঃসহ এ হৃদয় করে যাব দান
তরুণ প্রেমিকের মতো ভালোবেসে দেবো মুচলেকা

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ