বাঁচাও পরিবেশ
জনসংখ্যা যাচ্ছে বেড়ে দিনকে দিনে বিশ্বে,
সাথে সাথে পরিবেশও যাচ্ছে হয়ে নিঃস্বে।
মাটি দূষণ, পানি দূষণ, শব্দ দূষণ আর
বায়ু দূষণ এ দেশটাকে দিচ্ছে না তো ছাড়।
বৃক্ষ-নিধন, শিল্প-স্থাপন যাচ্ছে বেড়ে রোজ,
তাতে কত হচ্ছে ক্ষতি নেই না কেউ-ই খোঁজ।
বিষাক্ত গ্যাস যাচ্ছে বেড়ে বাড়ছে যে উত্তাপ,
গরম বেশি শীতও বেশি ওরে বাপ রে বাপ।
পরিবেশকে নষ্ট করে করছি আয়ু শেষ,
সুস্থভাবে বাঁচতে হলে বাঁচাও পরিবেশ।
চল সবাই বাড়ির পাশে বৃক্ষরোপণ করি,
নতুন ভাবে নতুন রূপে সবুজ বিশ্ব গড়ি।