রক্তকরবী
আমি তোমার সঙ্গে আছি প্রেম
আমি তোমার, সঙ্গে আছি
বুক ভরা শ্বাস, দু 'চোখে বিশ্বাস
হৃদয়ের, খুব কাছাকাছি।
ফুলের রং নিয়ে ডানায়
যেভাবে উড়ন্ত প্রজাপতিকে মানায়
মৌচাকে মধু নিয়ে মৌমাছি
যেভাবে ভোঁ ভোঁ,ভোগে রাতকানায়।
লালসার চোখগুলো লাল
প্রেমিকের চোখ, স্থির হয়ে থাকে অনন্তকাল
চিরন্তন অনন্ত অনাবিল সুন্দর
আমার চোখে রাখো চোখ
উঠেছে জয় বাংলা, শ্লোগান মুখর।
সূর্যোদয়ের ভোরে, বঙ্গবিজয় করে
তোমার চোখও, করে দেবো লাল
দিনে দিনে বদলাবে দিনকাল
দিনে দিনে বদলাবে দশদিক।
আমি তোমার সঙ্গে আছি প্রেম
মরে যাওয়ার আগে,শরীরে বিলীন
আমি তোমার সঙ্গে থেকে যাবো, চিরকালীন প্রেমিক।