সান্ধ্যকলরবে
পেছন ফিরে দেখেছি আজ চেয়ে
যা চেয়েছি, যা পেয়েছি
মিথ্যে জালে ঢাকা
কোনো ভুলেও হয়নি বুঝি
সত্যপথে থাকা।
মিথ্যে সুখ ও মিথ্যে হাসি-গানে
কেটে গেল অলস সময়
ঘুমপাড়ানি গানে
এখন কোনো দুঃখ আমায়
দেয় না কাঁটা প্রাণে।
সাধ জাগে না বাঁচতে নতুন করে
আরো অনেক মিথ্যে ঘেরা
আনন্দ-উৎসবে
চিন্তাকালের হোক অবসান
সান্ধ্যকলরবে।