বাংলা মাকেই চাই
কে যে কিসের গল্প বলে
কোন আশাতে পথ চলে
জানতে আমি চাই না
বনের সবুজ নদীর দোলা
পাখির গান আর পালতোলা নাও
আর কোথাও পাই না।
আমার দেশের মতো করে
রিমিঝিমি আকাশ ভেঙে
বৃষ্টি কোথায় হয়?
শিউলি ফোটা ভোরের বেলায়
জোড়া শালিক আপন খেলায়
মত্ত হয়ে রয়?
গানের সুরে হৃদয় মাতে
ছন্দ দোলায় কাব্য ঝরে
এই মাটিরই বুকে
মা, বাবা, ভাই, বোনের মায়া
বক্ষে দোলায় মধুর আবেশ
থাকি সবাই সুখে।
ধানের ক্ষেতে ফড়িং নাচে
সোনালি সুখ আসে কাছে
হাসি পড়ে চুইয়ে
সুনীল আকাশ সালাম ঠুকে
রঙধনুটা নিয়ে বুকে
মাটির বুকে নুইয়ে।
এমন সুধা এমন স্নেহ
কে দিবে গো কোথায় কেহ
আর তো কোথাও নাই
হাজার বছর পরেও আমি
জানে আমার অন্তর্যামী
বাংলা মাকেই চাই।