একই আকাশ একই মানুষ
বিষণ্ণতার দিনে তাকে কাছে পেতে ইচ্ছে করে
ইচ্ছে করে স্বপ্নে খুঁজে পাওয়া সুখ তাকে দিতে
যে সুখ দিবার অধিকার নেই বাস্তব জমিনে।
কিছু সম্পত্তি থাকে যার মালিক হয়েও বেওয়ারিশ হয়ে কাটাতে হয় আমৃত্যু
কারণ নিজের নামে দলিল নেই বলে।
দলিল হয়ে যায় অন্য কারো নামে
তাই ভোগ করবার সামাজিক অধিকার কেবল তারই হয়।
কিছু ভালোবাসার ক্ষেত্রেও তা-ই হয়
দেহের দূরত্ব গঠিত হয় বিয়োজনের সমীকরণে
কিন্তু কেউ কি জানে মনের দূরত্ব কোন সমীকরণে গঠন করা হয়?
কেউ না জানলেও মন ঠিকই জানে
মন থাকে ঝিনুকের খোলসে মোড়ানো ভালোবাসার প্রিয় হেমন্তের কাছে।
প্রিয় হেমন্ত খুঁজি চাঁদের মুখে
ভরা পূর্ণিমায় চন্দ্র-নৃত্যকলায় বিভোর হয়ে পড়ি
তার কারণ
বাহুডোরে না থাকলেও দুজন আছি একই আকাশের নিচে।