প্রশ্ন জাগে মনে
এখনো খুঁজি সেই হাস্যোজ্জল তোমাকে
আনমনা বিকেলের নি:সঙ্গ একাকীত্বের মাঝে।
প্রশ্ন জাগে মনে
আজকের এই তুমিই কি সে দিনের সেই তুমি?
জাগে সংশয়,দ্বিধান্বিত হই বার বার এই আমি
হিসেবের খাতায় দেখি হাজারো অসঙ্গতি গড়মিল!
চলে যাই স্মৃতির অভয়ারণ্যে সেদিনের সেই তোমাকে খোঁজে নিতে
আর এই অন্তহীন ভাবনার প্লাবনে অনন্ত দিন নিমজ্জিত থাকি এই আমি,
বিবেকের কাঠগড়ায় নিজেকেই নিজে দাঁড় করাই অপরাধী রূপে।