Skip to content

১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | সোমবার | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলা আমার জন্মভূমি

এ বাংলাতে জন্ম আমার এ বাংলাতেই বাস,
এ বাংলাকেই ভালোবাসি তাইতো বারোমাস।
এ বাংলারই ফুলের সুবাস দেয় যে অনেক সুখ,
চিরশান্তির স্বর্গ আমার বাংলামায়ের বুক।
                   

বাংলাভাষায় কথা বলি বাংলাতে গাই গান,
বাংলামায়ের সন্তান আমি স্বপ্নভরা প্রাণ।
সবুজ-শ্যামল মাঠে-ঘাটে চলতে গিয়ে পথ,
মনটা আমার যায় জুড়িয়ে, থাকি সদা সৎ।

ধানের ক্ষেতে খেলা করে ফড়িং কতশত,
দূর্বাঘাসে শিশির-কণার ঝলক রূপোর মতো।
বাংলাদেশের মাটি আমার যেন সোনার খনি,
এ মাটিতেই মিলেমিশে থাকি গরীব-ধনী।
                  

বাংলাদেশের হৃদয়-জুড়ে তেরো শত নদী,
বয়ে চলে কি চমৎকার শান্ত নিরবধি।
বাংলাদেশের রূপের বাহার যায় না বলে শেষ
এ বাংলাতেই অনন্তকাল হবো নিরুদ্দেশ।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ