Skip to content

২৯শে সেপ্টেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ১৪ই আশ্বিন, ১৪২৯ বঙ্গাব্দ

ছন্দময় হেমন্ত

নরম কাদা হাতে নিয়ে
বধূ লেপে উঠান
বাউল গানের সুর তুলেছে
ধানের ক্ষেতে কৃষাণ।

 

অজপাড়া গাঁয় সুবাস ছড়ায়
পাকা ধানের গন্ধ
ঢেঁকির শব্দ কানে আসে
সুর তুলা এক ছন্দ।

 

পুকুর পাড়ে কৃষাণ মেয়ে
চিটাগুলি উড়ায়
খটাস খটাস আওয়াজ ওঠে
ধান ঝাড়ে সে কুলায়।