Skip to content

৩০শে সেপ্টেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ১৫ই আশ্বিন, ১৪২৯ বঙ্গাব্দ

মিষ্টি হেমন্ত

শরৎ শেষে মিষ্টি হেসে
এলো হেমন্ত,
ভালোবাসায় মন রাঙিয়ে
নাচছে এ মন তো।

 

মাঠে মাঠে সোনালি ধান
দেখলে জুড়ায় চোখ,
ধান কাটার এ মহোৎসবে
ব্যস্ত গাঁয়ের লোক।

 

ধান কাটে আর গায় চাষিরা
জারী-সারী গান,
গানের সুরে হেসে উঠে
চাষীবউয়ের প্রাণ।

 

ফসল গোলার সাথেই চলে
পাড়ায় পাড়ায় রব,
নতুন ধানের পিঠাতে হয়
নবান্ন উৎসব।