সোনালী হেমন্ত
কার্তিক এবং অগ্রহায়ণ
বাংলা দুটি মাসে,
সোনার দেশে মাঠে মাঠে
সোনালী ধান হাসে।
মনের সুখে কাস্তে হাতে
চাষিরা যায় মাঠে,
সকাল থেকে সন্ধ্যা তারা
পাকা আমন কাটে।
চাষা-চাষি সন্তানাদি
ভীষণ কষ্ট করে,
মাড়াই শেষে গোলাতে ধান
যত্নে রাখে ভরে।
হিমেল হাওয়া বয় সারাক্ষণ
শিশির ঝরে রাতে,
নবান্ন উৎসবে আমার
সোনার বাংলা মাতে।