সম্প্রীতির দেশ
এদেশ মুসলিম-হিন্দু, বৌদ্ধ-খ্রিস্টানের দেশ,
এদেশ ন্যায়-নীতি আর সম্প্রীতির দেশ,
এদেশ রাজা-প্রজা, নেতা-কর্মীর দেশ,
এদেশ কৃষক-শ্রমিকের স্বপ্নের দেশ।
এদেশ ত্রিশ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে,
অর্জিত সোনার বাংলাদেশ।
এদেশ তোমার-আমার সকল মানুষের
ভেদাভেদহীন আলোকিত বাংলাদেশ।