আগমনী শীত
হিম হিম কুয়াশায়
শীত বুড়ি এলো রে,
কনকনে ঠাণ্ডায়
দম বুঝি গেলো রে।
কুয়াশার চাদর মুড়ি দিয়ে
কড়াইশুঁটি দোলে রে,
শর্ষে ফুলের ঝলমলে রূপ
রঙ ছড়িয়ে গেলো রে !
রাখালিয়া বাঁশির সুর
মন কেঁড়ে নিলো রে,
কৃষাণ আঙিনায় রূপালী
সোনা ফলে গেলো রে।
খেজুর রসের মিষ্টি ঘ্রাণ
নতুন গুড়ের পায়েস,
মায়ের হাতের ভাপা পিঠায়,
মিটবে মনের খায়েশ।