হরিলুটে
চারিদিকে টাকার খেলা
খেলছে যারা রোজ,
মরছে কজন খুধার তাপে
নেয়নি কভু খোঁজ।
চোখ থাকতে অন্ধ তারা
ব্যস্ত হরিলুটে,
হাতের কাছে পাচ্ছে যেথা
খাচ্ছে চেটেপুটে।
বাড়ি খাচ্ছে, গাড়ি খাচ্ছে
খাচ্ছে অবিচারে,
রক্ষক বেশে ভক্ষক তারা
খাচ্ছে দ্বারেদ্বারে।