শাশ্বত বন্ধন

মসজিদ মন্দির পাশাপাশি
ভাগ করিসনে সত্তা
হিসাব-নিকাশ করে দেখি
এক আমাদের আত্মা।
হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে
আমাদের করতে চায় যারা পর
নয় রে ওরা মানব সন্তান
ওরা শয়তানের সহচর।
সবার শিরায় রাঙা রক্ত
হচ্ছে বহমান
আয় ভাই গলাগলি করে
'গাহি সাম্যের গান'।
একই সাথে পাঠশালায় যাই
একসাথে ফিরি বাড়ি
হিন্দু-মুসলিম নেই ভেদাভেদ
চল ভাই হাত ধরে ঘুরি।
মুসলিম ডাকে আল্লাহ খোদা
হিন্দু- হরি ভগবান
দেশ উন্নয়নের কাজ করি যাই
সবাই তো ঝরাই ঘাম।
একাত্তরে দেশ স্বাধীনে
আছে সবার অবদান
জীবন দিয়ে রক্ষা করব
এই বাঙলা সম্প্রীতির মান।
এক কলিতে ফুটলে মোরা
জীবন কাটবে বেশ
একই সুতায় গাঁথা রয়ে
গড়ব সোনার দেশ।