শেখ রাসেলের জন্মদিনে
সব পাখিরা গাইছে তো আজ
রাসেলরই গান
রাসেল ছিল পরিবারের
সকলেরই জান।
আজকে যত ফুল ফুটেছে
রাসেল সোনার জন্য
রাসেল তুমি মরেও অমর
জন্ম তোমার ধন্য।
তোমার প্রিয় খাবার ছিল
ডিমভাজি ও চিনি
ঘাতক তোমার জীবন নিয়ে
খেলল ছিনিমিনি।
তোমার জন্মদিনে মানুষ
কাঁদে আজও শোকে
মনে ব্যথার সুরটা বাজে
ব্যথার পাহাড় বুকে।